শিক্ষকের স্থান
শিক্ষকের স্থান
বিকশিত করে জ্ঞানের আলোয় বাড়িয়ে তুলেছো মান,
শিক্ষা গুরু তোমায় প্রণাম, শ্রদ্ধা ও সম্মান।
আদর্শ রূপে তোমায় পেয়েছি, পথের দিশারী তুমি,
ফিরিয়ে দিতে পারবো না দান, অন্তর হতে নমি।
জ্ঞানের ভান্ডার উজাড় করে আমায় করেছো ঋণী,
প্রাণের মাঝে তোমার ছবি রয়ে যাবে চিরদিন-ই।
ভবিষ্যতের রূপকার তুমি, বন্ধু- স্বজন রূপে,
চারা থেকে তুমি মহীরুহ করো নিরক্ষরতার স্তূপে।
মানবতা বোধ শিখিয়েছো তুমি পরিবর্তনের পথে,
সৃজনীশক্তির উদ্দীপনা পাথেয় জীবন সাথে।
এগিয়ে চলার প্রেরণা পেয়েছি তোমার শেখানো ধারায়,
অজ্ঞানতার পাথর সরিয়ে জ্ঞানের সুবাস ছড়ায়।
জীবনের এই চলার পথে তোমার শেখানো মতে,
সাফল্য আসে ঢেউয়ের তালে শিক্ষার সাগরেতে।
প্রার্থী আমি, মাথা পেতে চাই আশীর্বাদের বাণী,
শিক্ষার আলো প্রসারের মাঝে অমোঘ তোমার স্থান-ই।
