STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

শিক্ষা

শিক্ষা

1 min
151

টাকার অঙ্কে শিক্ষা মাপে ,

শিক্ষা ব্যবসায়ীর দল ।

অর্থের জন্য শিক্ষা বাঁচে ,

নিষ্ঠা ভক্তি অচল ।।


কালি - কলম ছেড়ে অস্ত্র হাতে,

আজকে ছাত্র সেনা ।

কলমের চেয়ে বুলেটে খুশি ,

অপরাধের কাছে কেনা ।।


আশীর্বাদ নয় টাকার বিষে,

পকেট ভরা থাকে ।

শিক্ষা গুরুর শিক্ষা গুলো,

আজ ক’জন মনে রাখে?


নীতি বাক্য মার খেয়ে যায় ,

সুজন কাঁদে পথে ।

কেউ আসে না ওষুধ লাগাতে,

শিক্ষার এই ক্ষতে ।।


তবুও জানি ,শিক্ষা জাতির মেরুদন্ড ,

শিক্ষক কারিগর ।

শিক্ষার আলোয় ঘুচবে সব ,

অন্ধকার প্রহর ।।


তাই সুশিক্ষারই চর্চা হোক ,

আজকে সবার চাওয়া ।

শিক্ষার আলোয় শুরু হোক যেন ,

সুস্থ জীবনের গান গাওয়া ।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational