শিব শংকর
শিব শংকর
শিব তুমি, সত্য তুমি, মঙ্গলময় মূরতি
এ ধরায় রচিয়াছ কত যে অক্ষয় কীর তী
জটায় তোমার পবিত্র গঙ্গামাতার অবস্থান
মস্তকে যে তোমার খণ্ডিত চন্দ্র শোভমান
ট্রিলোচন প্রভু তুমি, তুমি যে সর্ব শক্তিমান
ভক্তেরা সব। করে তোমার অপূর্ব মহিমার গান
কণ্ঠে ধারণ করেছে হে প্রভূ সর্পের মালা
নীলকণ্ঠ যে তুমি, মিটিয়েছ সর্প বিষর জ্বালা
শ্মশনচারী যে তুমি নন্দী ভৃঙ্গীর সাথে
জাগরে পদীপ জালে, আশীষ পেতে
প্রলয় নৃত্যে কাঁপাও ভূধর ডম্বরু নিনাদে
পরিধানে ব্যাঘ্র ছাল , বিরাজ কইলাকৈলাশে তে
নটবর তুমি, ভোলানাথ তুমি, তুমি যে লোকনাথ
অশেষ গুণের আধার তুমি, তোমায় করি প্রনিপাত ।।
