শেষের চিঠি
শেষের চিঠি


খিড়কিতে একরাশ বিষাদের ছায়া,
স্মৃতিমেদুর ভিটেমাটিতেই অস্তিত্বের জনম মায়া।
এই দেশ তোমার আমার একটি ধর্মের সুরে বাঁধা,
হঠাৎই একটি বিশেষ চিঠিতে মানবিক বিভেদের ধাঁধা।
এক আত্মা প্রাণ, একযোগে গাইতাম জীবনের জয়গান,
বিভেদের মাঝে ঐক্যকে আজ লাগছে বড্ড ম্লান।
চিঠির ভাঁজে লুকিয়ে থাকে জীবন সায়াহ্নের গান,
অনুসন্ধিৎসু মনে একটাই প্রশ্ন আদৌ কী ফিরবে সম্মান?