শেষ পুরুষ..
শেষ পুরুষ..


ঠিক যেখানে তোমার বাড়ি নিকোনো উঠোন-বার
ঠিক সেখানেই আমার পাতা কল্পনা সংসার
যত্নে আঁকা আল্পনাতে গোপন তোমার বাণী
আলতো পায়ে যাও যে ছুঁয়ে আমার হৃদয়খানি
ফুলদানীতে সাজিয়ে রাখি তোমার প্রিয় ফুল
উড়তে থাকে হাওয়ায় তোমার প্রিয়ার এলোচুল
তোমার প্রিয়া নই যে আমি,তবুও আমার প্রিয়
যত্নে গড়া নিকোনো উঠোন,সেইখানে দাঁড়িয়ো....
দখিন খোলা জানলা দিয়ে বাতাস আসে ভুলে
আমার মনের দরজা আজো রেখেছি দুহাত খুলে
বসন্ত আসে,বসন্ত যায়,রাধাচূড়ার সাজ
ধুলোয় মিশেছে কত শতাব্দী,মিশবে আবারো আজ
সাজানো উঠোনে আলপনা রঙে তোমার প্রিয়ার ছাপ
কোনদিন যদি ভালবেসে থাক,করে দিও তবে মাপ
তোমার প্রিয়া নই যে আমি,তবুও আমার প্রিয়
যত্নে গড়া আমার উঠোন,সেইখানে দাঁড়িয়ো....
ঠিক যেখানে আমার বাড়ি,সেখানে তুমি নেই
তুমি কেবল মিশে আছ মনের কল্পনাতেই
কৃষ্ণচূড়ার রক্তলালে রাধাচূড়া ম্লান
তোমার প্রিয়া যত্নে থাকুক,আমি হই অবসান
ভালোবাসায় নিকোনো উঠোন,সাজানো সংসার
সেইখানেতে তোমার আবাস,আমার অহংকার
তোমার প্রিয়া নই যে আমি,ওগো আমার প্রিয়
যত্নে গড়া নিকোনো উঠোন,শেষবার দাঁড়িয়ো
কৃষ্ণচূড়ার লালরঙেতে শেষবার রাঙিয়ো....