STORYMIRROR

Nabanita Patra

Tragedy Fantasy Others

3  

Nabanita Patra

Tragedy Fantasy Others

শেষ চিঠি

শেষ চিঠি

1 min
198

যখন বন্ধু পড়বে আমার এই চিঠি,

তখন আমি হয়তো ওই আকাশের তারা মিটিমিটি,

ইচ্ছে ছিল তোমার, আরও একটি দিন থাকি সাথে,

কিন্তু বন্ধু সময় ফুরিয়েছে,

তাই আমাকে হয়েছে যেতে।


আমার জন্য কোরনা ক্রন্দন,

আমি সদাই থাকবো তোমার পাশে হয়ে সমীরণ।


হবে যখন বসন্তের প্রথম বৃষ্টি,

যার স্পর্শে হবে নবীন সৃষ্টি,

ক্ষিতিজ ভোরে উঠবে কলিতে,

ফুলে ফুলে শোভিত হবে প্রকৃতি,

আমার অস্তিত্ব খুঁজে পাবে পুষ্পের মধুর সুরভীতে।


যখন গ্রীষ্মের মৃদুমন্দ বাতাস করবে তোমায় শীতল,

শিশুদের নির্মল হাসি ও কোলাহলে ভরে উঠবে ধরাতল,

আমি থাকবো সেখানে হয়ে সেই দৃশ্যের প্রমাণ।


যখন শুরু হবে গাছের পাতার পূর্ণ রূপান্তর,

আমি থাকবো সেখানে হয়ে সেই পরিবর্তন।

যখন হিমানী ঢাকবে সাদা চাদরে ধরণী,

আমি থাকবো সেখানে হয়ে হিমের আবরণ।


তাই বন্ধু আমার জন্য কোরনা বিলাপ,

আমি হয়েছি ভব সিন্ধু পার,

দাঁড়িয়ে আছি সুখের দুয়ারে বাড়িয়ে দুহাত,

করব তোমাকে বরণ,

আবার হবে আমাদের মিলাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy