শেষ বিকেলের কবিতা
শেষ বিকেলের কবিতা


এখন আর কবিতারা আসে না ,
কলমের আঁকে বাঁকে তারা ভিড় করে না ,
অনেক হিসেব লাভ লোকসানের অঙ্ক ,
কাটাকুটি খেলা আর একরাশ আতঙ্ক ।
সময় নেই কবিতার জন্য , বেঁচে থাকার ব্যস্ততা ।
হারিয়ে গেছে সেই ডায়রিটা ,
যাতে লেখা শেষ বিকেলের কবিতা।