শৈশব
শৈশব
শৈশব
১৯/১/২৪
শৈশব কালে গ্রামের স্কুলে
যাবার রাস্তার ধারে
শরৎ কালে ধানের গাছটি
থাকতো ভরে থোরে।
আমরা পঙ্গপালের দল রে
ভাই খেতাম ছিঁড়ে থোর
দেখে চাষী দেয় মাথায় হাত
পাহারা দেয় দিনভর।
মোদের বুকে দুঃখের পাহাড়
উঠলো গড়ে তখন
চাষী যাবে নিজের ঘরে
ফাঁকা পাবো কখন।
রুজির টানে গ্রামকে ছেড়ে
শহরে তে এসে,
কংক্রিটের জঙ্গলে আমার
শৈশব গেল ভেসে।
@নিখিল
