শারোদৎসবে জীবন(শরৎকাল)
শারোদৎসবে জীবন(শরৎকাল)
শরতের আকাশে তুলোর মতো শুভ্র মেঘে ভেসে,
মা আমাদের সুখের তরে মর্তে আসে হেঁসে।
মা আসলে আমাদের মনে আসে খুশীর জোয়ার,
উৎসবে মজে গিয়ে চলে গল্প আড্ডা দেদার।
মন্ডপে মন্ডপে ঘোরে শত সহস্র মানুষ,
রাতের আলোর রোশনাইতে উড়ে চলে ফানুস।
সারা বছরের গ্লানি মুছে নতুন পোশাকে জনতা,
দুঃখ বিভেদ সরিয়ে মাতে আবাল বৃদ্ধ বণিতা।
কিন্তু উৎসবের শেষে আবার মা ফিরে যায় কৈলাসে,
বিদায় যন্ত্রণার মাঝেও মোদের প্রতীক্ষা চলে হরষে।
সুখ দুঃখ নিয়েই মোদের চলার পথ বক্র,
মা আমাদের দিয়েছেন বেঁধে মিশ্র জীবন-চক্র।