শারদীয়ার সুর
শারদীয়ার সুর
বছর ভরই কুটছি মাথা ,
মুছছি মনের আশা;
পুজো এলেই দুঃখ ভুলে
মিলে যাওয়ার ভাষা।
আমার তোমার ভালোবাসার
গল্প লেখার দিন,
ঢাকের তালে জীবন সুরে
হবে যে রঙিন।
এসেছে ওই কাশের রথে শারদীয়ার সুর ,
বছর ঘুরে মা এসেছেন আনন্দ প্রচুর।
নকশা কাটা সাজবাহারে,
দুলবে জীবন রঙদোলাতে
একই সাথে গাইবো সবাই আগমনীর গান|
মা এলো যে, মা এলো যে
ভোলো অভিমান;
বোধন হবে, সন্ধি হবে;
খুশির পরিমান।