STORYMIRROR

Ranjit Bagdi

Action Classics Inspirational

3  

Ranjit Bagdi

Action Classics Inspirational

শান্তিপ্রিয় ভারত ।

শান্তিপ্রিয় ভারত ।

1 min
207


মোরা শান্তিপ্রিয় ভারতবাসী -

নরম ভাবেই থাকি ,

দুর্বল ভাবার ভুল করলে -

ইতিহাস গড়ে থাকি ।

মোরা শান্তিপ্রিয় ভারতবাসী -

স্বভাব ধীরস্থির ,

যুগে যুগে জন্মেছে হেতা -

বিপ্লবী ও মহাবীর ।

মোরা শান্তিপ্রিয় ভারতবাসী -

প্রেমের বলি বাণী ,

হিন্দু-মুসলিম -খ্রিস্টান ভাই ভাই -

জাতির ভেদাভেদ না মানি ।

মোরা শান্তিপ্রিয় ভারতবাসী -

ভারতবর্ষয় মদের মাতা ,

সমস্ত অলংকারই কম পড়ে যায় -

শোনাতে মায়ের কথা ।


Rate this content
Log in

Similar bengali poem from Action