সেরা পৃথিবী
সেরা পৃথিবী
সেরা পৃথিবী
নিখিল মিত্র ঠাকুর
৩/১২/২৪
ধর্ম যাদের হাতিয়ার,
সংকীর্ণ তাদের বিচার,
করে পরের অনিষ্ট,
সেটাই একমাত্র অভিষ্ট।
খুন ধর্ষণ ও বলাৎকার,
যেন তাদের অধিকার,
বিধর্মের লুটপাট ভাঙচুর,
করে তাদের বাহাদুর।
পর ধর্ম সহিষ্ণুতা,
মনে হয় বিলাসিতা,
পর ধর্মে অবজ্ঞা,
তাদের কাছে প্রজ্ঞা।
যদি না থাকতো এরা,
পৃথিবী হতো সেরা,
সেবা হতো পরম ধর্ম
করতো সব নিষ্কাম কর্ম।
@নিমিঠা