সেরা প্রাপ্তি
সেরা প্রাপ্তি


অন্ধকারের মধ্যে দিয়ে
আলোর জগতের ব্যাপ্তি ,
জীবন শুরুর মুহূর্ত হতে
"মা" ই সেরা প্রাপ্তি l
ভালো মন্দর শিখিয়ে পাঠ
যে হাত ধরেছে দিবা নিশি ,
অমূল্য সেই মায়ের পরশে
নিত্য আমি ছায়ায় বসি l
সেরা প্রাপ্তি মায়ের কোলে
দিনের শেষে ঘুমিয়ে পড়া ,
স্বস্তি সায়রে ইচ্ছা হলে
মায়ের আঁচল আঁকড়ে ধরা l
সারাজীবন এমন করে
থাকুক মায়ের পরশ খানি ,
জীবন মানে অন্য ভাবে
আজ ও আমি মা কে জানি ll