STORYMIRROR

Latifur Rahman

Romance Fantasy Others

3  

Latifur Rahman

Romance Fantasy Others

সেই নীরার মতো (৫)

সেই নীরার মতো (৫)

1 min
213


হটাৎ করে নীরা একদিন অগ্নি-মূর্তির বেশ নিলো,

আমি বারুদের গন্ধ পেলাম, ঝড়ের আভাস এলো,

মেঘ করলো আমার আকাশ।

নীরা আজ বজ্রমণি, অগ্নিমূর্তি,

আবহাওয়া অফিস থেকে বারবার বলছে,

মহাবিপদ সংকেত।

আমি ভয় পেয়ে গেলাম।

না। নীরাকে নয়।

নীরার চলে যাওয়া আমার ভয়।

নীরা অবিরাম অপবাদ দিয়েছে আমাকে,

আমার করজোর, ভুল স্বীকার, ক্ষমা,

তুড়ি মেরে উড়ে দিল নীরা।

যেন জগতের সবচেয়ে বড় অপরাধ,

সেটা আমারই।

আমি চুপচাপ হজম করেছি,

শান্ত সুবোধ বালকের মতো, অসহায়ের মতো।

আমি জানি প্রতিবাদ করলে নীরা চলে যাবে,

সে আর আসবে না।

তবুও নীরা থেকে যাক, রেগে মেগে তবু থেকে যাক,

অভিশাপ দিতে দিতে থেকে যাক।

নীরা তবুও চলে গেল, ক টা প্রহরের তরে।

একদিন নীরা ফিরে এলো,

টলমল চোখে নীরা বললো,

আমি বড় অন্যায় করেছি তোমার সাথে।

সব অপবাদ মিথ্যা।

আমি চুপচাপ শুনেছি, কেদে-ছি,

বলেছি,

নীরা তুমি সুনীলের নীরার মতো থেকে যেতে পারানা?

নীরা আমার চোখে তাকিয়ে বল্লব,

জানিনা।



Rate this content
Log in

Similar bengali poem from Romance