সেই মেয়েটি
সেই মেয়েটি
তেরছা নয়ন বাঁকা জোড়া ভুরু;
আমার প্রেমের গল্প হল শুরু ,
তোমায় নিয়ে একা একা থাকা ।
ফিরতি ট্রেনে মিনিট দশেক লেট;
ঝুলিয়ে তালা বন্ধ কর গেট,
চাঁদনী রাতে মুখটা ছায়ায় ঢাকা।
স্বপ্ন দেখি কোল বালিশে চেপে ;
সময় চলে ঘড়ির কাঁটা মেপে,
ঘুম ভেঙে যায় নয়নজলের ছিটায়,
দেখি তুমি শিয়রে আছো বসে ;
একটি তারা যখন যেমন খসে,
তোমার মনের দ্বন্দ্ব যবে মিটায়।
শান্ত নদী হঠাৎ ফুলে গেলে ;
মাছ ধরতে যখন যায় জেলে,
জানালা খুলে দেখ দিয়ে উঁকি,
শিউলি ঝরা হিমেল হাওয়ায় বনে ;
ঘুরতে গেলে পড়ে তোমায় মনে ,
বুঝি গো সবই তোমারই বুজরুকি।
যেদিন তোমায় প্রথম দেখি চোখে ;
দমকা আলোয় চমকে উঠি শোকে,
হায়গো সখি কেমন তোমার রূপ,
অবাক করা দৃষ্টি দিয়ে তুমি;
আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমি' ,
কাজলা মেয়ে রাখলে আমায় চুপ ।