সেদিন বৃষ্টি হয়েছিল
সেদিন বৃষ্টি হয়েছিল


সেদিন হঠাৎই -
খুব বৃষ্টি হয়েছিল
অফিস ফেরত আমরা দুজনেই -
বৃষ্টিতে ভিজে ছিলাম
বাসস্টপে তুমি একা, আমি একা
আমার শার্ট-প্যান্ট -
তোমার শাড়ি গায়ে লেপা
শেষমেশ
দুজনেই ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলাম
দুজনেরই সময় ঠিক রাত ন'টা
অথচ আমি কোলকাতা
তুমি হয়ত বা কালনা
আমরা দুজনেই দুজনার
একেবারে অচেনা, অজানা
আজ মনে পড়ল, সে দিনের কথা
যেদিন হঠাৎই, খুব বৃষ্টি হয়েছিল ।।