STORYMIRROR

subrata bhattacharjee

Abstract Fantasy Others

3  

subrata bhattacharjee

Abstract Fantasy Others

প্রত্যাশা

প্রত্যাশা

1 min
198


আমরা প্রত্যকেই অন্যের কাছে কিছু প্রত্যাশা করি 

হয়তো কিছু বেশি 

অবশ্য আমি খারাপ দিকটা বলছি না...


তুমিও করো। রাস্তায় আবার দেখা হলে ভাব সে আগে বলুক,'ভালো আছেন?' 

ফল কুড়িয়ে ঝুড়ি ভর্তি করছো, ছায়ায় জিরলে খানিক, জোরে শ্বাস টানলে

তারপর পিছন ফিরে হাঁটছো 


বৃষ্টির জন্য হাঁ করে তাকিয়ে আছো আকাশের দিকে

তুমি চাইছো বৃষ্টি হোক 

ভিজিয়ে দিক তোমার শস্যক্ষেত...


কি দেয় নি তোমাকে পৃথিবী ?

যা দেখছ অনুভব করছ এসব তার-ই 

তুমি তোমাকে ফিরিয়ে দিলে কিন্তু সেও তো তার-ই দান 

সেও কিছু প্রত্যাশা করে 

তোমার উচিৎ কিছু অন্তত ফিরিয়ে দেওয়া..


আমি আয়নার সামনে থেকে সরে এলাম 


জানলা দিয়ে এখন আকাশ দেখা যায়...

এরপর তোমার সাথে দেখা হলে জিগ্যেস করবো,

কি সেই কিছু, যা তার নয় ?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract