মাটি
মাটি

1 min

194
কিছু মাটি, কিছু সময়
চলাফেরা করে —-- হাসে কাঁদে
গলা ছেড়ে গান গায়, ঘুসোঘুসি করে, গলা জড়িয়ে ধরে —- কিছু মাটি….
মা হয়
বাবা হয়…. আত্নীয় বন্ধু —- হলুদবাড়ি
কিছু মাটি কিছু সময় —- আবার
মাটি হয়ে যায়।
কেঁদো না বন্ধু, কেঁদো না তুমি
মাটি ধরে মাটি কাঁদে — এ কেমন লাগে !