STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Action Crime

3  

আরিয়ানা ইচ্ছা

Action Crime

সবুজ ঘাস

সবুজ ঘাস

1 min
266

 


   ঘাসের অনেক নাম থাকে যা জানা অজানা,

  তার মাঝে প্রজাতির থাকে নানা ঠিকানা।কত রকম গাছগাছালির মাঝে এক এই ঘাস,

অগাছা হয়ে জন্ম হয়, যদি হয় ফল, ফুলের সাথে বাস।

চোরকাঁটা এক অদ্ভুত নাম,

এক প্রজাতির ঘাসের,

কোনো টার পাতা তুলোর মতো

কোনো টার আবার বাঁশের।

কোনো কনোটা খসখসে

কোনোটা আবার নরম,

পায়ের নিচে দেয় আরাম

যখন প্রখর গরম।

মাঠের মাঝে সবুজ ঘাস

অনেক শোভা পায়,

ফুলের টবে জন্ম নিলে

মিলেনা ওর ঠাঁয়।

চোরকাঁটাদের ছাগল গরু মজা করে খায়,

মাঠের মাঝে বসতে মন চাই,

সবুজ বিছানায়।




Rate this content
Log in

Similar bengali poem from Action