সবুজ ঘাস
সবুজ ঘাস
ঘাসের অনেক নাম থাকে যা জানা অজানা,
তার মাঝে প্রজাতির থাকে নানা ঠিকানা।কত রকম গাছগাছালির মাঝে এক এই ঘাস,
অগাছা হয়ে জন্ম হয়, যদি হয় ফল, ফুলের সাথে বাস।
চোরকাঁটা এক অদ্ভুত নাম,
এক প্রজাতির ঘাসের,
কোনো টার পাতা তুলোর মতো
কোনো টার আবার বাঁশের।
কোনো কনোটা খসখসে
কোনোটা আবার নরম,
পায়ের নিচে দেয় আরাম
যখন প্রখর গরম।
মাঠের মাঝে সবুজ ঘাস
অনেক শোভা পায়,
ফুলের টবে জন্ম নিলে
মিলেনা ওর ঠাঁয়।
চোরকাঁটাদের ছাগল গরু মজা করে খায়,
মাঠের মাঝে বসতে মন চাই,
সবুজ বিছানায়।
