স্বপ্নের রাজরানী
স্বপ্নের রাজরানী
তোমার চোখেতে জলের কণা
চিক চিক করে সদা,
ব্যর্থ প্রেমের বিরহ বেদনা
বাড়ালো মনের দ্বিধা |
স্বপ্নকে চোখে এঁকে,
থামিলে পথের বাঁকে,
মনের ব্যাথায় আড়াল করিতে ফেরালে যে মুখখানি |
আমি তো তোমায় জানি,
আমার স্বপ্নের রাজরানী |
খেলেছিল মনে আশা,
ইচ্ছে ডানায় ভাসা,
দূর দিগন্তে বাঘবন্দী, লুকোচুরি, কানাকানি |
আমি তো তোমায় জানি,
আমার স্বপ্নের রাজরানী |
নদীর স্রোতের ন্যায়,
ভেসেছিলে তুমি তাই,
বন্ধ করিলে চলার পথেরে তীব্র আঘাত হানি |
আমি তো তোমায় জানি,
আমার স্বপ্নের রাজরানী |
মেঘে ছেয়ে গেলো চারিদিক আজ
হঠাৎ বজ্রাঘাতে,
ভেঙে খানখান, হৃদয়ের টান
দোঁহে চলি বিপরীতে |

