Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

স্বপ্নে

স্বপ্নে

1 min
322


ঘুরিয়ে দেবে দৃষ্টি ; সে তো বুঝি,

বারবার তবু তোমার দিকে চাই,

শ্বেত হস্তী স্বপ্ন মাঝে খুঁজি;

এ'ছাড়া তো অন্য উপায় নাই।


স্বপ্নে দেখি এগিয়ে দিই তোকে ;

বন বাদাড়ের আগল খুলে দিতে,

ফুল শুকিয়ে কাঠ হ'ল শোকে ;

আগলে রেখে বুকের তাপ নিতে।


মেঘ ডাকে ; শরীর ভিজে ঘামে,

ভুত চেপেছে আমার কাঁধে তখন,

আকাশ জুড়ে বৃষ্টি যখন নামে ;

ভুতের বোঝা হচ্ছ মনের মতন ।


স্বপ্নে দেখি ; শ্বাস হয়েছে রুদ্ধ ;

আচারের জার ভর্তি কাঁচা আমে,

স্বপ্নে দেখি ; দেখে দুনিয়া শুদ্ধ ;

মেঘ ডাকে ; শরীর ভিজে ঘামে ।


স্বপ্নে দেখি গায়ের নোনা ছাল ;

উঠে গেছে ; রক্ত নেই তা'তে ,

স্বপ্নে দেখি কাটছে আমার কাল ;

তোর সাথে ; কোন আঁধার রাতে ।


স্বপ্নে দেখি ; ইলোপ হওয়া মেয়ে ;

হাত ফসকে পালিয়ে গেছে দূরে,

স্বপ্নে দেখি ঝড় আসছে ধেয়ে ;

শুকনো পাতার রুগ্ন মনের পুরে ।


বিশ্বাস নেই না আঁচালে মনে ;

স্বপ্নেরা সব স্বপ্ন দেশের লোক,

না চিনলেও ওরা আমায় চেনে ;

স্বপ্নে হাসা স্বপ্নে কাঁদার ঝোঁক ।












Rate this content
Log in

Similar bengali poem from Classics