স্বপ্ন
স্বপ্ন


খোলা আকাশ হাতছানি দেয়
উড়তে সেথায় চাই।
পাখির মতন ডানা পেলে
সেথায় আমি যাই।
নীল আকাশে সাদা মেঘের
চাদর আমি চাই।
মুগ্ধ চোখে তাকিয়ে থাকি,
হৃদয় নাচে তাই।
হাতের মুঠোয় স্বপ্ন গুলির
নাগাল যে না পাই,
স্বপ্নের মই বেয়ে বেয়ে
না হয় সেথায় যাই।
পাগল লোকে বলুক যতই
দুঃখ তাতে নাই,
তুলির টানে সাদা পাতায়
স্বপ্ন সত্যি আঁকা যায়।