Mahfujur Rahaman

Fantasy Others Children

4.4  

Mahfujur Rahaman

Fantasy Others Children

স্বপ্ন দেখার স্বপ্নগুলো

স্বপ্ন দেখার স্বপ্নগুলো

1 min
88


যদি হতাম আমি

ডানা মেলা সেই পাখি,

উড়ে যেতাম আমি চতুর্দিকে

সবকিছু দিয়ে ফাঁকি।

ঘুরতাম আমি দেশ-বিদেশে

অক্লান্ত পথিক পাখি হয়ে,

বন্ধু হতাম সকলের আমি

মনের জানালা খুলে দিয়ে।

দেখতাম আমি সবুজ পৃথিবী

মন ও প্রাণ ভরে,

নতুন করে চিনতাম ধরাকে

বিশ্ব জুড়ে ঘুরে।

হাওয়া আমার বন্ধু হতো;

সঙ্গী হতো বিপদ,

জলপথ পাড়ি দিতাম আমি

বশ করে আপদ।

সাত সমুদ্র তেরো নদী পার হয়ে

যেতাম আমি রূপকথার দেশে,

ঘুরতে যেতাম তেপান্তরের মাঠে

ব্যাঙ্গমা- ব্যাঙ্গমীর বেশে।

এই স্বপ্নগুলো স্বপ্ন না হয়ে

যদি সত্যি হতো সব,

তবে স্বপ্ন দেখার স্বপ্ন যে -

চিরকাল হয়ে থাকতো নিরব।।


Rate this content
Log in