স্বজনবেশী
স্বজনবেশী
সততার গরিমা মেয়েটির সহজাত
তপ্ত লাভার স্রোতের মতো
বয়ে চলে ধমনীতে।
স্বজনবেশীর আচরন?
বোকা মেয়েটিতো শুধু ভাবেইনি মেনেও নিয়েছিল।
অহরহ ভালোবেসেছে আর কষ্ট কুড়িয়েছে।
খেলা ভেবে মেলা আনন্দ নিয়েছো।
তার জ্বলন্ত চিতায় তুমি হাত সেঁক?
নাও উষ্ণতার আনন্দ দ্বিগুণ করে নাও।
পাগলী মেয়েটার অন্তর্দাহের অসুখেই সুখ ভোগ করো।
