স্বীকারোক্তি ::
স্বীকারোক্তি ::


বান্টি, আজ তুমি আমার
থেকে লক্ষ আলোকবর্ষ দূরে -
এ দূরত্ব রচনা করেছি
আমি, নিজেই অতি যত্নে ...
যেমন করে নৈকট্য এসেছিল দুজনে
আমারই চাতুর্যে !
বলতে আর দ্বিধা নেই ।
এই বিশ্বাস ছিল সেদিন
বোকা তুমি নির্বোধ --
তাই, ব্যবহার করেছিলাম
আমার প্রয়োজনে,
যখন চেয়েছি যেমন করে
চোখের মায়াতে কিংবা শরীরে ..
তুমি কোমল ছিলে মননে
অথচ সুপুরুষ শরীরে --
তাইতো মায়াবী কথা জালে
আদুরে আহবানে,
তোমাকে পাগল করে
মিটিয়েছি খিদে যত ----
বাসিনি ভালো কোনদিনও
তোমাকে -----!!
তুমি পারনি ধরতে
ছলনাময়ী আমাকে --
আমি হেসে ছিলাম মুচকি হাসি,
আর তুমি মরেছিল শেষে
আমায় ভালোবেসে !!!
জানিনা বান্টি, সত্যিই জানিনা
আজ মন কেন কাঁদে,
তবে ভালোবাসা কিছু কি ছিল,
আমার কামাতুর মনে ??
আজ হৃদয় আমার
অনুশোচনায় জ্বলে পুড়ে যায় ---
তোমার খুনি ভেবে !
বান্টি, সত্যি বলছি
আজ আমিও চাই
তোমার কাছে যেতে ----
শরীরে নয় , চাই
মননে তোমাকে পেতে --!!