স্বাপ্নিক স্মরণ
স্বাপ্নিক স্মরণ
স্বাপ্নিক স্মরণ
নিখিল মিত্র ঠাকুর
৯/৫/২৩
গেছি শান্তিনিকেতনে,
ঘুরছি শীতল ছায়া ঘেরা মায়াবনে।
এলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,
দিলেন চিরন্তন অভয়,
মেলামেশায় নেই কোন ভয়।
জুটেও গেল প্রেমিকা,
এক রবীন্দ্র গায়িকা।
হটাৎ দেখি আসছেন মেজদা,
নিয়মকানুনে দেন ভীষণ মর্যাদা,
গলা খেঁকিয়ে ওঠেন বলে,
দাঁড়া দেখাচ্ছি মজা,
এই বয়সে প্রেমিক সাজা?
দিলাম দৌড়,দৌড় আর দৌড়,
কিছুক্ষণ পরে ধপাস,
ধরলেন এসে খপাস।
ঘুরে দেখি আমার বিছানা জুড়ে,
ভোরের রবির আলো খেলা করে।
পঁচিশে বৈশাখের জন্মদিনে,
ঘুমেও তুমিই ছিলে আমার স্মরণে।
