স্বাধীনতা
স্বাধীনতা
আমার হৃদির বেদনায় স্বাধীনতার হরফ
মর্মে মর্মে ধ্বনিত সে রূপ
হাতরে হাতরে উচাটন মনে
বাজে বেদনার বিদ্রুপ।
বুঝি, বোঝাবারে চাই নিজেরে
স্বাধীনতা কারে কয় আপন সমীরে
পৃথিবী, গোটা পৃথিবী একা একা
তবে কেমনে বুঝিবো স্বাধীনতার স্বাধীন আমিরে।
আমারে নিয়ে আমি শুধু আমি
এই রূপ তার যুগ বড়ই বেশি অদ্ভুত
খুঁজিয়া খুঁজিতে হয়রান বিপাকে
কি যে আমি আর কি যে সেই অটুট।
বিরম্বনার স্বাধীনতা হাতরে খোজে স্বাধীন
চারটি যুগের চারটি প্রহরে প্রতিটি মন পরাধীন
মনের ঘরে খুঁটির গড়ন অন্য মনের ছায়
মনের স্বাধীনতা অন্য মনে আপনি ভেসে বেড়ায়।
সন্তান, পুত্র ,মাতা, পিতা লাঘব একে অন্যের
ভালোবাসায় পৃথিবী ভাসে একে অন্যের প্রাণের
তবে স্বাধীন কিসের স্বাধীনতার অ কাতর চেতনায়
পশুপক্ষী হারিয়ে হারায় সীমানা চুলোয় যায়।
মস্ত বড় পৃথিবীতে মস্ত বড় আকাশ
স্বাধীন দুটি হাত বাড়িয়ে মন বিভাগের প্রকাশ
ফল, ফুল ,ছায়ায় ,আলোয় ধরনী নীল সজাগ
মনের মাঝে কেবলই এক হিংসা-প্রতিহিংসার বাতাস।
যবে জগৎ মাঝে বন্ধ হবে রুদ্ধদ্বার
অহিংসার প্রদীপ জ্বেলে শুধু মনের কারবার
মন যখন সজাগ থেকে নীলের মাঝে বেড়ায়
উদাসী হাওয়ায় পৃথিবী ভরবে আপন স্বাধীনতায়..
