STORYMIRROR

Mahfujur Rahaman

Classics Inspirational Others

4.4  

Mahfujur Rahaman

Classics Inspirational Others

স্বাধীনতা মানে....

স্বাধীনতা মানে....

1 min
159


স্বাধীনতা মানে বছরের একটা দিন-

বাতাসে তেরঙা পতাকা ভাসানো নয়।

স্বাধীনতা মানে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে

লড়াই করে পাওয়া এক বিরাট জয়।।

স্বাধীনতা মানে শুধু একটা দিনে

200 বছরের স্মৃতি নিয়ে উৎসব নয়।

স্বাধীনতা মানে দুশো বছরের পরাধীনতার -

স্মৃতির কবর দিয়ে অত্যাচারীর পরাজয়।।

স্বাধীনতা পাওয়া মানে ধর্ম নিয়ে -

যুদ্ধ যুদ্ধ খেলার অধিকার পাওয়া নয়।

স্বাধীনতা মানে সকল ধর্মের একতার

সম্মিলিত মহান জয় ।।

স্বাধীনতা মানে সমাজে বিভেদ সৃষ্টি করে

দেশকে দুই দলে ভাগ করা নয়।

স্বাধীনতা মানে অশান্তির গোলাবারুদে-

জল ছিটিয়ে ভালোবাসার জয়।।

দেশের স্বাধীনতায় লুকিয়ে আছে

কোটি মায়ের সন্তান হারানোর যন্ত্রণা।

আর তাই স্বাধীনতা হল মিলনের মন্ত্র,

দেশকে আর দেশের মানুষকে ভালোবাসার মন্ত্রণা।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics