সব বাধা পেরিয়ে
সব বাধা পেরিয়ে
বাধা নয় ; বন্ধনের ভার,
সহিতে পারি না আর,
জীবনে করেছে দুর্বিসহ,
ভেবে মরি একা অহরহ ।
জনমের প্রতিশোধ নিতে,
মরণ আসে প্রতিদান দিতে,
আমি যেন কোন ভিন্নগ্রহ,
বুকে ধরি বিয়োগ-বিরহ ।
চাঁদ হাসে চন্দ্রিমা রাতে ,
করুণার কোন পূর্ণিমাতে,
গ্রহণ জ্বালায় দু:সহ,
জীবনের কথা নাহি কহ ।
মরণের বাধা আগাগোড়া,
নয় ঝুনো নারকেল কোরা,
কহে যদি শান্তিতে রহ,
জীবন হবে না দুর্বিসহ।
জীবনের সব বাধা পেরিয়ে ,
প্রাণবায়ু যায় যাক বেরিয়ে,
মৃত্যুঞ্জয়ী নয় কেহ,
ধরা ধরে সকলের দেহ।
