STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

সৌজন্যবোধ

সৌজন্যবোধ

1 min
178

আচরণে ভদ্রতা তোমার সৌজন্যের প্রকাশ,

মার্জিত ব্যবহারে নেই দুর্নাম অবকাশ।

তোমার সুনামে মাতবে দেখো জগতের পাঁচ জনে,

শিষ্টাচারে চরিত্রের গুণ বেড়ে যায় শত গুনে।

অশ্লীলতা, নোংরামি সব হেঁট করে দেয় মাথা,

জাতির মেরুদণ্ড থাকে নমনীয়তায় গাঁথা।

তোমার জাতি উন্নত হবে রুচিশীল পরিচয়ে,

সৎ, বিনয়ী, স্পষ্টবাদী রুধিবে অবক্ষয়ে।

তোমার শরীরে প্রাধান্য পাবে সহনশীলতার গুণ,

তবেই দেখবে স্তিমিত হয়েছে বিরোধিতার আগুন।

অন্যের মন জয় করে নেবে তোমার শিষ্টাচারে,

সম্প্রীতি আর সদ্ভাব বাড়ে সকলের অগোচরে।

হতে পারো তুমি দিন দরিদ্র কিংবা বিলাসী ধনী,

চরিত্রের উৎকর্ষতা শোনায় নৈতিকতার বাণী।

সৌজন্য হারিয়ে গেলে প্রশ্রয় পাবে দ্বেষ,

জীবন হবে অশান্ত, এই সমাজের হবে শেষ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics