সাঁঝের পাখি
সাঁঝের পাখি
হঠাৎ ঝড়ের মতোই এসেছিলে জীবনে আমার
কোন সে সুদূর হতে প্রেম নিয়ে হাতে
হৃদয় তোমার সঁপে দিয়েছিলে
উপেক্ষা করতে পারিনি তখন
তোমার ভালোবাসার আহ্বান।
জড়িয়ে নিয়েছিলাম তাই বাহুডোরে
একান্ত আপন করে তোমারে।
রচে ছিলাম তোমার আমার ভালোবাসার ঘর
তোমার চোখের ভাষা বলে দিয়েছিল সব
মনের কথা হৃদয় বুঝেছিল।
ভেসে গিয়েছিলাম আনন্দ সাগরে
কত মধুর সে সম্পর্ক ছিল
প্রেমের অট্টালিকা উঠেছিল গড়ে।
সেদিন ছিল ফাগুনিপূর্নিমা মনে পড়ে?
দেখো আজও আকাশে উঠেছে চাঁদ শ্রাবণী পূর্ণিমার,
তবে তার গায়ে আজ সে মাখে নাই জোছনা
আকাশের মুখ ভার আমার মতোই
বুকে অভিমান নিয়েই জুড়েছে অঝোর কান্না,
ভাবিনিতো দমকা হাওয়ায় উড়ে যাবে আমাদের প্রেমের ঘরকন্যা,
সব স্বপ্ন ভেঙে দিয়ে যাবে চলে এমন তো কথা ছিল না।
জানি সবার কপালে সুখ সয়না,
তাইতো আমার ও নেই কোন বায়না
দিলাম তোমায় তাই উড়িয়ে মুক্ত বিহঙ্গের মত,
জানি নিঃস্বার্থ প্রেম আটকে রাখা যে মানা।
যাও সাঁঝের পাখির মতো নিজের বাসায় ফিরে
তাকিও না আর পিছু ঘুরে
হোক যত দুঃখ আমিও সামলে নেব,
নিজেকে নিজের মত করে।

