সাধ ও সাধনা
সাধ ও সাধনা
সাধ ও সাধনা
স্বপ্ন-বিলাসী মন গুঞ্জরে যতক্ষণ ,
আশ মেটাতে সাধ্য-সাধন করে,
ইচ্ছেগুলো ভেতরে গুমরে মরে ,
কিছুতেই যেন মানে না মানা মন ।
ইচ্ছে থাকলেও উপায় নেই ,
পারিনি ছুঁতে চাঁদের পাহাড়,
শ্যামলা মাটিতে আলোর বাহার,
চোখের দেখায় ভালবাসি চাঁদকেই ।
ইচ্ছে থাকলেই হয় না উপায়,
কাঁটা ফুটে যায় আপন দু'পায়,
মরীয়ার মত হয়ে নিরুপায়,
কাঁদে অন্তর যখন তখন ,
আকাশ কুসুম স্বপ্নবিলাসী মন ।
ইচ্ছে হয় উড়তে আকাশে,
দু'হাত মেলে তুফান বাতাসে,
ডানা ভেবে ঝাঁপ দিয়েছি যেই,
উপায় খুঁজতে ইচ্ছে নেই ।
ইচ্ছে থাকলে উপায় হয়,
সুকাজ কুকাজে জয় পরাজয়,
বাস্তব ঘেঁষা সকল কাজেই ,
উপায় থাকে ইচ্ছে নেই ।
আকাশ বিশাল ; সীমারেখা নাই,
ক্ষুদ্র পৃথিবী যেন বনসাই,
ইচ্ছে করে তাহারে বানাই ,
বাসভূমি রূপে , না! পারি নাই,
ইচ্ছে থাকলেও উপায় নাই।
