রূপকথা
রূপকথা


রূপকথায় যদি আমি হতাম
এক দেশের প্রধানমন্ত্রী,
হতাশ হত দেশ আর
দশের সকল ষড়যন্ত্রী;
বুঝত তারা এই মানুষটি
জনগণের উন্নতি ভাবছে,
রাখছে খেয়াল কার পকেটে
কত টাকা ভরছে।
জনগণ সব চিন্তামুক্ত,
খাদ্য সকল পাতে,
সুখ, স্বাস্থ্য, শিক্ষা-দীক্ষা
খরচ সকল খাতে।
শোষণ-তোষণ, দলাদলি
নেইকো কারোর মনে,
ধর্ম, রাজনীতি মুক্ত সমাজ
ভালোবাসা জনে জনে।
সবাই আমরা একটাই দেশ,
একটাই ধর্ম মানুষ,
লাল রক্ত সকল দেহে,
জয়ী 'মান' ও 'হুঁশ'।
শিক্ষার সাথে চাকরির লিঙ্ক,
ঠগবাজ কেহ নাই,
বলবে সবাই, 'এইতো সাবাশ!
এমনই প্রধানমন্ত্রী চাই।'