রূপকথা ::
রূপকথা ::
তুমি আমার রূপকথার দেশ
দেবে বলেছিলে !
আমি কল্পনায় অনেকবার সেই দেশ ঘুরেছি --
একই দেশ
কিন্তু প্রতি স্বপ্নেই আমি তাকে
নতুন করে পেতাম,
আমি বলিনি কোনদিনও তোমাকে,
শুধু মেলাতে চাইতাম
তোমার কল্পকথার দেশ
আর আমার স্বপ্নকে----
তোমার রূপকথার দেশে
রাজা রানী আর সম্পদশালী
হবার গল্প ছিল ----
ছিল অনন্ত যৌবন
আর মায়াবী শরীর খেলা,
সেখানে যুদ্ধ ছিল,
ছিল পরাজয়ের গ্লানি এবং বিজয়গাথা -
কিন্তু আমার স্বপ্নের সেই রূপকথার দেশে
হাসি ছিল, ছিল নীল পরী লাল পরী,
ছিল অপার শান্তি তার সাথে খুনসুটি
ফুলে ফুলে প্রজাপতি-মৌটুসী
আর পরীদের ঘুম পাড়ানিয়া গান !!
তাই তোমার সেই রূপকথার দেশে
ঘর বাধা হলো না আমার আর --!!