রোজ ডে
রোজ ডে


ইচ্ছে করে মেঘপিওনের দেশে যাব,
ইচ্ছে করে মেঘের কোলে সিক্ত হব।
একটি হলুদ চিঠিতে অবসরের ঠিকানা,
অসহনীয় যন্ত্রণায় অহর্নিশি তুমিই প্রেরণা।
একটি লাল গোলাপ রেখেছি আগল ক'রে,
অনতিক্রম্য ঝড়-ঝাপটা নীরবে উপেক্ষা করে।
হয়তো তোমার ভালোবাসা এখন আর আসে না,
হয়তো তোমার আঙিনায় উন্মাদনা আর জাগে না।
অসহনীয় যন্ত্রণা সহ্য ক'রেও আমি প্রতীক্ষারত,
একটি লাল গোলাপ রেখেছি তোমার মতো।
শেষের সাক্ষাতে আবারও ফিরতে পারে স্বীকারোক্তি,
সঙ্গোপনে বাঁচিয়ে রেখেছি ভালোবাসার অভিব্যক্তি।