রোদ মাখা ছাদে
রোদ মাখা ছাদে
রোদ মাখা ছাদে,
কে আছে দাঁড়িয়ে?
দাঁড়িয়ে বুঝি কবিতা লিখছে?
ভোলেনি তো পাখিদের ডাক,
আকাশের তাপ, সূর্যের হলুদ স্পর্শ -
যা নিয়ে কেটে যেত কতগুলো ঘড়ি-কাঁটা?
সুরের আঙিনায় মুড়ে নিজেকে,
শীতের ছমছমে ঠান্ডা মেঝের ওপর,
অরুনের মিঠে-মধুর-মায়াবী গন্ধ -
এখনো কি যেন বলে যায় তারা; তাঁরা!
তুমি কেমন আছো, মাধবী?
চিলেকোঠার অল্প জায়গা,
ঝুলে থাকা ঝুলের দোলনা, ছাদে দক্ষিণাবাতাস,
উড়ে আসা ফুলের ঝাঁক -
এখনো সেই ছাদে দাঁড়িয়ে থাকি আমি;
কিসের অপেক্ষা করি, বলতে পারো?
তোমার অপেক্ষা, মাধবী!

