রণি, তোকে ঈর্ষা করি
রণি, তোকে ঈর্ষা করি


রণি, তুই অঙ্কে একশ পেতিস
আর আমার সামনে ছিল নব্বই-এর পাহাড়!
অনেক চড়াই উৎরাই পারি দিয়ে ও
তার ওপারে যাওয়ার গিরিপথ খুঁজে পাই নি।
ক্লাসে আমি ফার্স্ট হতাম আর তুই সেকেন্ড,
তাও তোর অঙ্কের হাত দেখে
খুব হিংসা হতো আমার!
আজ ও তোর প্রতি ঈর্ষা আমার,
আজ ও অঙ্কে আমি কাঁচা।
জীবনের অনেক অঙ্ক
মিলের কাছাকাছি যায় -- মেলে না!
তবে ঈর্ষাটা গঠনমূলক,
আসলে আমি তোর গুণমুগ্ধ!
প্রতিদিন মনে মনে
তোর অঙ্ক কষা হাতের ছবি দেখি,
আর নিজেকে একটু একটু করে গড়ি।
সংসারি মানুষের
অঙ্কে একটু দড় হওয়া দরকারি।