STORYMIRROR

Manik Chandra Goswami

Romance Classics

4  

Manik Chandra Goswami

Romance Classics

রঙ্গীন নেশা

রঙ্গীন নেশা

1 min
5

রঙ্গীন নেশা

মানিক চন্দ্র গোস্বামী


নীল আকাশটা থাকুক তোমার

জলদ ভেলায় ভাসতে চাই,

কালো মেঘের ভ্রূকুটির আড়ে

জমাট দুঃখ ঝরাতে চাই।

ঊষার শান্তি থাকুক তোমার

সোনালী আলোয় ভরাতে চাই,

বিহগের গান তোমার গলায়

পাখনা মেলে উড়তে চাই।

অনন্ত সাগর দিলাম তোমায়

তরঙ্গ হয়ে দুলতে চাই,

তুলসী তলার প্রদীপ হয়ে

দীপ্ত শিখায় জ্বলতে চাই।

বেলা শেষের গোধূলি তোমার

রামধনু রঙে ভরাতে চাই,

চাঁদের হাসির রুপালি তোমার 

অমার আঁধারে দৃষ্টি চাই।

নেশা লাগুক চোখের পাতায়

স্বপ্ন রঙ্গীন দেখতে চাই,

তারার আদুরে পরশ তোমার,

জোনাক আলোয় ভাসতে চাই।

ফুলের শোভা তোমার থাকুক

বাতাসে সুবাস মেশাতে চাই,

ঘাসের সবুজ তোমার মননে

শিশির কণা আমার চাই।

জীবনের রঙ তোমার লাগুক

আবির ছোঁয়ায় হাসতে চাই,

অবাধ প্রেমের রঙ্গীন নেশায়

পাগল হয়েই বাঁচতে চাই।



Rate this content
Log in

Similar bengali poem from Romance