রঙের উৎসবে
রঙের উৎসবে
ধূসর জীবন নানা রঙে উঠুক রঙিন হয়ে৷
ভুলে ভেদাভেদ উৎসবে মাতি মানুষের পরিচয়ে৷
জীবনের রঙ মুছে গেছে যার দুর্বিপাকে বা ভয়ে—
সময় আসুক ফিরে, হোক প্রত্যয় অক্ষয়৷
ভিনদেশী মানব-মানবী দেশান্তরে এসে,
রঙের এই উৎসবেতে আনন্দতে ভাসে৷
সনাতন সংস্কৃতিকে আপন করে নেয়—
বস্তুবাদের পৃথিবী থেকে মুক্তি খুঁজে পায়!
উৎসবের রঙ লাগুক মননে আর চেতনে,
মানবিক রঙ হোক লালিত অন্তরে বহু যতনে৷