রক্তঋণ
রক্তঋণ


রক্ষাকবচ আজ রক্তে রাঙা।
আর সেই রক্তের রঙে রং ছুপিয়ে,
আজ সব পতাকা লাল।
বোবা কষ্টের চিহ্ন গুলো,
হারিয়ে গেছে প্রতিহিংসার মত্ত উল্লাসে।
কান্না ভেজা আঁচল, এখনো ব্যাস্ত
ধূসর অতীতের খোঁজে।
তবুও দেশাত্মবোধের মালার ভারে,
ওদের মাথা ঠেকে গেছে বলিদানের হাড়িকাঠে।
ছবিটা বড্ডো চেনা।
সৃষ্টির আদিকাল থেকে লিখে আসা,
সব ইতিহাসের পাতায় কালির রং,
লাল ছিল, লাল থাকবে।
শুধু রাজা হীন সভ্য দেশে,
রক্তের ঋণ জমা আজ প্রজার খাতায়।