রহস্য
রহস্য
উপর পানে চেয়ে চেয়ে দেখি আকাশ মেঘ,
মাটির নীচে চাইনি বলে পৃথিবীর গতিবেগ,
পাই না তার গন্ধ স্পর্শ , পাই না কোন আলো,
হাসি বা কাঁদি চোখের জলে বিদায় নেয় কালো ।
সাগর জলে মুক্তা খুঁজি ; মেরুর নোনা ছালে,
সৃষ্টি স্রষ্টা নেই ভেদাভেদ; ছিল না কোন কালে ।
আমি পাহাড় চূড়ায় চাঁদকে ডাকি, সময়ে সমতলে,
কেমন করে দেই যে ফাঁকি নিজেকে চোখের জলে।
পাই না ভেবে কার বিধানে জীবন বাজি রেখে,
মরণ পানে গড়িয়ে চলি কারসাজি কার দেখে ।
ভাবনা আমার বেখাপ্পা কোঁকড়ানো এলোচুল,
উঁচুনিচু জমি ধূসর ঊষর কার খেলার পুতুল ।
আমি পাই না ভেবে সূর্য্য তারা আকাশ ধরা চাঁদ,
অ্যাটলাস না হারকিউলিস; সক্ষম কার কাঁধ;
রয়েছে যেথা সেই বা কোথা পা রেখেছে তার,
রহস্যেরা ফাঁদ পেতে রয় , বাড়ায় মনের ভার ।
সময় কত দূরে পাড়ি দেয় আসা যাওয়ার মাঝে,
ভাবছি আমি ; ভাবছি ব'সে, নিত্য সকাল সাঁঝে।
