Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Santana Saha

Inspirational Others

3  

Santana Saha

Inspirational Others

রবিঠাকুর

রবিঠাকুর

1 min
231


রবিঠাকুর রবিঠাকুর চাঁদের দেশে গেলে, রাশি রাশি কথামালা গেলে তুমি ফেলে।

গল্প ,কবিতা, ছড়ায় গানে অবাধ বিচরণ, উপন‍্যাস আর নৃত‍্যনাট‍্যে অনন‍্য চয়ন।

চিত্রকলায় রেখে গেছো স্বর্ণাভ স্বাক্ষর, সীমাহীন গুণ বর্ণণাতে পাই না যে অক্ষর।

বিন্দুতে সিন্ধু তুমি সবার রবিঠাকুর, বহুমুখী প্রতিভার ছিলে অপরূপ আকর।

তোমার 'লাবণ‍্য,তোমার 'নন্দিনী,তোমার  'চারুলতা',

পাঠকমনে ছড়ায় অনুভবের আকুলতা।

তোমার 'আশালতা', 'বিনোদিনী' আর 'নিরুপমা', ভাষায় প্রকাশ করি নাই যে উপমা।

তোমার 'অমল', তোমার 'ফটিক', তোমার  'কাবুলিওয়ালা', অনুভবের অতল ছুঁয়ে কাঁদায় সারাবেলা।

হতবাক হই আরও শত শত চরিত্র চয়নে, যুগ থেকে যুগ ছাপ রেখে যায় পাঠকের মননে।

হৃদয়স্পর্শী,আবেগঢালা লেখায় সারাদিন, ডুবে থেকেও মন কখনও হয় না যে মলিন।

তোমার লেখা তপ্ত বেলায় শান্তি বৃষ্টিরাশি, তাই তো রবিঠাকুর তোমায় এত ভালোবাসি।


Rate this content
Log in

More bengali poem from Santana Saha

Similar bengali poem from Inspirational