STORYMIRROR

Nityananda Banerjee

Romance Inspirational Others

3  

Nityananda Banerjee

Romance Inspirational Others

রবীন্দ্র জয়ন্তী

রবীন্দ্র জয়ন্তী

1 min
190

ভাবিনি কখনো তোমায় নিয়ে লিখব ,

কিছু গুণগান অভিমানী মনের ভাষা,

ভাবিনি কখনো লিখতে গিয়েও শিখব,

জীবনের প্রতি মরণের এত ভালবাসা।


অসীমের কাছে সসীম নিবেদনে;

চির অকৃপণ অকৃত্রিম তব প্রেম,

নৈবেদ্যের নিয়ত মায়া বেদনে ;

ধরাশায়ী কর গিরিনি:সৃত হেম ।


কবিচূড়ামণি বহুমুখী তব প্রতিভা ;

ব্যস্ত থাকে অমৃতকুম্ভ সন্ধানে ,

কবিতা নয় যেন দিনমণি বিভা ;

শ্রুতি মাধুরীমা ছড়ায় কর্ণে ব্যাদানে।


ভাবিনি কখনো প্রভাত রবির সুরভি ;

দুরভিসন্ধি দীর্ণ করিতে দড়,

ভাবিনি কখনো প্রেম ভালোবাসা সবই ;

মাণদণ্ডে মানবতাটুকুই বড় ।


জন্মজয়ন্তী যতবার আসে ফিরে ;

বসুন্ধরার স্নিগ্ধ মাটির পরশে,

তোমার বাণী যতনে রাখিব নীড়ে ;

ভরাইতে মন গীতাঞ্জলির হরষে ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance