রাত জাগা মন
রাত জাগা মন
1 min
284
র্নিঘুম রাত্রির স্বপ্নময় চাদরে
আমি,তুমি সব্বাই
কেটে যায় প্রহর,কেড়ে নেয় ঘুম
কিছু এলোমেলো কথা, নিবিড় নিশ্তব্দতা
ছুঁয়ে যায় তন
জেগে তখনো মন
রাতের কালো অমানিশায় একাকী দুইজন
পাশাপাশি থেকেও সহস্র মাইল দূরে কোনো আজানা নীড়ে
বাঁধে বাসা,নিয়ে হতাশা।
হয়ত বা নোনা জলে ভেজে বালিশ
কে শুনবে কার নালিশ?
রাতের অন্ধকার চাদরে ঢাকা জীবনের বৃতান্ত
হয় না কখনো পাবলিশ।।