রাখী পূর্ণিমাতে
রাখী পূর্ণিমাতে
Prompt – 32
রাখী পূর্ণিমাতে
মানিক চন্দ্র গোস্বামী
প্রতি বছর রাখীর দিনে,
চেয়ে থাকা দিনটি গুনে,
যেদিন আমি তোর পাঠানো রাখী খানি পাই;
মনের পাহাড় ভেঙে পড়ে,
অশ্রুকণার বৃষ্টি ঝরে,
ছোট্ট বোনটি আদুরে গলায় ডাক রে 'দাদাভাই'।
বড় হয়েছি, চাকুরী পেয়ে বিদেশী স্বপ্ন, মোহে,
আটকে গিয়েছি জীবনধারায়, হারিয়েছি তোর স্নেহে।
তুই তো এখন বিয়ের পরে স্বামীর ঘরের বৌ,
ছোটবেলাটা হারিয়েছি মোরা, খুনসুটি আর কই।
মনে পড়ে ছোট্ট হাতে,
শ্রাবনের এই পূর্ণিমাতে,
খুশির রাখী পরিয়ে দিতিস অনেক যতন করে;
প্রার্থনা শুধু মঙ্গল চেয়ে,
শুভ কামনায় ভরিয়ে দিয়ে,
ভাইবোনের মধু অন্বয়কে বাঁধলি রাখীর ডোরে।
নিজের নিজের জীবন পথে আমরা গিয়েছি সরে,
তবু, ছোটবেলার স্মৃতিগুলো প্রোথিত হৃদয় জুড়ে।
যুগের সাথে তাল মিলিয়ে পৌঁছে গেছি দূরে,
অপেক্ষা শুধু রাখীর দিনটি আসবে বছর ঘুরে।
