রাজনীতি ও শুকুনী
রাজনীতি ও শুকুনী
আলোয় আলোয় রাঙানো প্রহর , রূপ অরূপের সন্ধান
ফ্যালফ্যালে চাঁদ আর দ্বিভাষিক এক বুক নীরবতা
প্রহর রাঙানো গান আর আদিমতার উদাসীন বল্কল
বিষাদ কাজল চোখের আড়ালে প্রেমের সন্তাপ
বিনিদ্র রজনী , জাগ্রত প্রহর যেন আগ্নেয়াস্ত্র
ধূলিসাৎ করতে নেবেনা এক কিঞ্চিৎ মুহূর্তটুকু
প্রতিশোধ সুন্দর নয় তবুও প্রতিশোধ কাম্য
আমরা যে নর , আমাদের কোন ঐশ্বরিক শক্তি নেই
বিতৃষ্ণা , তঞ্চকতা করেছে সহ্যের সীমা অতিক্রম
বর্তমান রাজনীতি দেখে গান্ধাররাজ শকুনিও
আজ লজ্জিত ও কুন্ঠিত , সে তো মাত্র প্রবঞ্চক
আজ তাকেও একপেশে করে ফেলেছে এই রাজতন্ত্র ।।
