রাজার কর্তব্য
রাজার কর্তব্য
কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজা রাষ্ট্রের মাথা,
স্বৈরাচারী শাসক হলে প্রজায় ভাঙবে প্রথা।
নিজের ব্যবহারের গুনে প্রজার কাছে প্রিয়,
বয়স্কদের সম্মান দিয়ে জ্ঞানের কথা নিও।
অনুশাসনের কঠোর নিয়মে সুশৃঙ্খল করে,
কাজের প্রতি প্রজাগণের আস্থা যেন বাড়ে ।
রাজা যদি নিজের কাজটি করেন নিবিষ্ট চিতে,
প্রজায় হবে অনুপ্রাণিত, সাফল্য কাজের সাথে।
রাজার কাজটি লাঙ্গল হাতে, মাঠের কাজে নয়,
উৎপাদিত শস্যকণার যেন সমবণ্টন হয়।
আয় ব্যয়ের সমতা বজায় রাখতে হবে তারে,
প্রয়োজন মতো মন্ত্রীগণের মতামতে ভর করে।
শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবার উন্নতি প্রয়োজন,
প্রজার সুখ ও স্বাচ্ছন্দ্যে রেখো নাকো বিভাজন।
রাজ্যে সবাই সুখে যেন থাকে, শান্তি বজায় রেখো,
প্রতিবেশী রাষ্ট্রের সাথে সদ্ভাবে তুমি থেকো।
প্রয়োজনে শস্ত্র প্রয়োগে হিম্মত রেখো ধরে,
সেনাবাহিনীর সাহস বাড়িও অনুপ্রাণিত করে।
জ্ঞানের ভান্ডার বর্ধিত করো শাস্ত্র অধ্যয়নে,
সান্ধ্যকালীন উপাসনায় ভক্তি রেখো মনে।
মেনে চলো যদি নিয়ম কানুন, ভরসা রবে তবে,
মিলিত চেষ্টায় দেশের গরিমা ঠিক বৃদ্ধি পাবে।
