STORYMIRROR

Priyanka Bhuiya

Classics Inspirational

4  

Priyanka Bhuiya

Classics Inspirational

রাবণ বধ - ১

রাবণ বধ - ১

1 min
355

প্রবৃত্তির উন্মত্ত লালসা, নারীরা দহনের শিকার,

মৌন মোমবাতি মিছিল, আসলে ওরা নির্বিকার।


জীবন তো এখানে তুচ্ছ, মৃত্যু সাজে নীরবতায়,

ধর্ষক পায় মুক্তি, ধিক্কার আইনের নমনীয়তায়।


সমাধিফলকে বৃষ্টি পড়ে, প্রতিবাদী শিখার মতো,

ধারাস্নানেই শান্ত হয়, ছাইচাপা সব আগুন যত।


বুকের ভেতর জ্বলছে মশাল, ক্ষতচিহ্নে উল্লাস,

বারুদে জ্বলুক স্ফুলিঙ্গ, রাবণদের হোক বিনাশ।


গর্জে ওঠে বিবেক, এখন পালা জবাব দেওয়ার,

সয়ে থাকা অনেক হল, এবার চাই এনকাউন্টার।


Rate this content
Log in

Similar bengali poem from Classics