পূজোর ঢাকি
পূজোর ঢাকি

1 min

254
পূজোর সময় ঢাক বাজে মিঠে তান তুলে,
ছেলে মেয়েরা তারই লয়ে নাচে কোমর দুলে।
ঢাকের তালের মূর্ছনাতে আছে জাদুর কাঠি,
তার ছন্দের আওয়াজেতেই আমরা মেতে উঠি।
দুর্গাপূজোর মন্ডপেতে ঢাক-ই হল প্রাণ,
বিসর্জনেও ঢাকের অভাব করে দেবে ম্লান।
পূজোর সময় আমরা যখন নতুন পোশাক পরি,
ঢাকির বাড়ীর বাচ্চরা তখন প্যান্টে বাঁধে দড়ি।
পূজোর উৎসবে মোদের যখন ঢাকে কাঠি পড়ে,
তাদের বাচ্চারা মুখিয়ে থাকে কখন বাবা ফেরে।
বাবা ফেরার পরে তারা পাবে নতুন জামা,
তাতেই মুখে হাসি ফোটে ভরে খুশীর ধামা।