পূজো
পূজো
মনে পড়ে অনেক কথা -
ফেলে আসা দিনের কথা।
পূজোর ছুটির বাহানায়
সবাই মিলে একসাথে থাকা।
রিক্সা করে ঘুরতে যাওয়া।
সাইকেলেতে শহর চষা।
লোকের ভিড়ে হারিয়ে গিয়ে
আবার সব ফিরে পাওয়া।
নদীর চরে কাশফুল আর
নীল আকাশের সাদা মেঘ
দোলায় মন আলো ছায়া।
সেসব ছেড়ে অনেক দূরে
ক্ষুন্নিবৃত্তির অবসরে
মনে পড়ে ছোট শহর।
মনে পড়ে পূজোর বহর।
